একটি প্রেমের কবিতা

আমি একটি প্রেমের কবিতা লিখতে চেয়েছিলাম,
কবিতাটা নিজে থেকেই হতাশা আর
আক্ষেপের কথা বলতে থাকে।
ঝকঝকে সাদা অফসেটে
আমি ভালবাসার কথা লিখতে চেয়েছিলাম,
কিন্তু কাগজটা হয়ে যায় ক্ষোভে নীল
ঘাস মেঘ ফুল আকাশ সবই রক্তাক্ত লাল।

আমি একটা কবিতা লিখতে চেয়েছিলাম,
কবিতায় প্রকৃতি থাকবে
বৃষ্টি নদী পাখি আর তারারা থাকবে
কিন্তু কবিতার শব্দগুলো অজান্তেই এলোমেলো
তোমায় নিয়ে কবিতাটা শুধুই অন্যরকম হয়ে যায়।
কবিতাটা অভিজিৎ বলে চিৎকার করে ওঠে
প্রতিধ্বনি হয় – অনন্ত ওয়াশিকুর।

আমি শুধুই ভালবাসি বলতে চেয়েছিলাম
শব্দের ছন্দে প্রকৃতি মিশিয়ে প্রিয়তমার স্তুতি।
কিন্তু প্রেম আজ ভীত স্থবির
ভালবাসা কুন্ঠিত বিবর্তনের উল্টো স্রোতে,
কবিতা তাই আজ নিজেই সোচ্চার,
প্রতিবাদী হয়ে
আমার অক্ষমতার লজ্জা ঢাকে।

Vultr VPS
name.com domains
Displate

Comments

One response to “একটি প্রেমের কবিতা”

  1. pijushkantidas Avatar
    pijushkantidas

    অনবদ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *